অ্যাপল সার্ভারের ক্রুটি খুঁজে দিয়ে পুরস্কার জিতলেন ভারতীয় হ্যাকার

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২; সময়: ১০:১১ পূর্বাহ্ণ |
অ্যাপল সার্ভারের ক্রুটি খুঁজে দিয়ে পুরস্কার জিতলেন ভারতীয় হ্যাকার

পদ্মাটাইমস ডেস্ক : কম্পিউটার বা সার্ভারের ক্রুটি খুঁজে দেওয়ার জন্য বাগ বাউন্টি প্রোগ্রামের আয়োজন করা হয়। কেননা, বিভিন্ন টেক কোম্পানিগুলোর সার্ভারেও সুরক্ষার ঘাটতি থাকে। যা নিজস্ব ডেভেলপারদের চোখ এড়িয়ে যায়। এজন্যই বাগ বাউন্টির মাধ্যমে ক্রুটি খুঁজে বের করা হয়। সফল ভাবে সার্ভারের সুরক্ষার গাফিলতি খুঁজে দিতে পারলে মেলে মোটা অংকের নগদ পুরস্কার।

টেক দুনিয়ায় এই প্রক্রিয়াকেই বাগ বাউন্টি বলা হয়। সম্প্রতি অ্যাপল বাগ বাউন্টি প্রোগ্রামে সার্ভারের ক্রুটি খুঁজে দিয়ে বিপুল অর্থ জিতে নিয়েছেন আশিস ধোনি নামের এক ভারতীয় তরুণ।

ভারতীয় এই তরুণ অ্যাপল সার্ভারে সুরক্ষার ত্রুটি সফলভাবে খুঁজে দেওয়ার কারণে ৭০০০ মার্কিন ডলার পুরস্কার পেয়েছেন।

আশীষ খুবই মেধাবী, গুগলের র‌্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা ১২০ হ্যাকারের তালিকায় তিনি রয়েছেন। এর আগেও একাধিকবার এই ধরনের প্রতিযোগিতা থেকে পুরস্কার জিতেছিলেন আশিস। তবে এবার ব্লাইন্ড এক্সএসএস বাগ খুঁজে সংবাদের শিরোনামে এসেছেন তিনি।

নিজের লিংকডইন প্রোফাইল থেকে এই কৃতিত্বের কথা জানিয়েছেন আশিস। একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন যে আমাকে ব্লাইন্ড এক্সএসএস-এর বাগ খুঁজে বের করার জন্য অ্যাপল থেকে ৭০০০ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি ই-মেলের স্ক্রিনশট প্রকাশ করেছেন আশিস।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে