স্কুলে ছোটাছুটি করায় চার শিশু শিক্ষার্থীকে পিটিয়ে জখম

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২; সময়: ৩:৩৩ অপরাহ্ণ |
স্কুলে ছোটাছুটি করায় চার শিশু শিক্ষার্থীকে পিটিয়ে জখম

পদ্মাটাইমস ডেস্ক : চার শিশু শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। তিনি অভিযোগ স্বীকারও করে নিয়েছেন।

ঝালকাঠির নলছিটিতে উপজেলার আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে শিক্ষা বিভাগ।

বৃহস্পতিবার স্কুল ছুটির সময় ক্লাসের বাইরে ছোটাছুটি করছিলো নলছিটির আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিয়াদ, তামিম, সাইফুল ও তাসিম।

এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক বেত দিয়ে চার শিশুশিক্ষার্থীকে বেধড়ক পেটান। এতে বাহু ও পিঠের বিভিন্ন স্থানে জখম হয় ওই শিক্ষার্থীদের। পরে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

শিক্ষার্থীদের বেত্রাঘাতের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত শিক্ষক বায়জিদ হাওলাদার সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হেসেন

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান জানিয়েছেন, শিক্ষক বায়জিদ হাওলাদারের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। শিশুদের মারধর বন্ধের পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার আনন্দময় পরিবেশ নিশ্চিতের দাবি অভিভাবকদের।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে