হোয়াইটওয়াশ এড়িয়ে খুশি ভারত অধিনায়ক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২; সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ |
খবর > খেলা
হোয়াইটওয়াশ এড়িয়ে খুশি ভারত অধিনায়ক

পদ্মাটাইমস ডেস্ক : হারলেই হোয়াইটওয়াশ, এমন সমীকরণের সামনে শনিবার বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেছিল ভারতীয় দল। তবে সব সমীকরণকে উড়িয়ে ঈশান কিষাণের ডাবল সেঞ্চুরি এবং বিরাট কোহলির সেঞ্চুরিতে রেকর্ড ৪০৯ রানের পুঁজি পায় ভারত। শেষ পর্যন্ত টাইগারদের বিপক্ষে ২২৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতীয় দল। হোয়াইটওয়াশও এড়িয়ে ফেলে দলটি।

দলের এমন পারফর্মম্যান্সে অবশ্য খুশি অধিনায়ক লোকেশ রাহুল। বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পরেও খুশি ভারতীয় এই অধিনায়ক। সিরিজের শেষ ম্যাচ জয়ের পর রাহুল বললেন, ‘এটা আমাদের দলের কাছ থেকে প্রত্যাশিতই ছিল। বিরাট এবং কিষাণ আমাদের জন্য মঞ্চটা গড়ে দিয়েছিল। কিষাণ সুযোগটা কাজে লাগিয়েছে। দুর্দান্ত ব্যাটিং করেছে সে। বিরাটও তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পথ দেখিয়েছে। আমরা কিছু সাহসী সুযোগ নিয়েছিলাম। আমাদের পারফরম্যান্স নিয়ে খুব খুশি।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর থেকে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। সেই ম্যাচ নিয়েও আশাবাদী ভারপ্রাপ্ত অধিনায়ক রাহুল। এছাড়া ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হারাকে অবশ্য দুর্ভাগ্যজনক বলছেন তিনি।

রাহুল যেমনটা বলছিলেন, ‘আমরা দলগতভাবে এখনো শিখছি। তারপরেও ভালো করার চেষ্টা করি। দুর্ভাগ্যবশত, প্রথম দুটি খেলায় ফলাফল আমাদের পক্ষে যায়নি। আমরা টেস্ট সিরিজে অবশ্যই আত্মবিশ্বাসী থাকছি।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে