রঙ করলে কি চুল পড়া বাড়ে?

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২; সময়: ২:২৫ অপরাহ্ণ |
রঙ করলে কি চুল পড়া বাড়ে?

পদ্মাটাইমস ডেস্ক : হাল ফ্যাশনে চলছে রঙিন চুলের রাজত্ব। কোনো উপলক্ষ ছাড়াই অনেকে চুল রাঙাতে ভালোবাসেন। তবে রঙ করানো চুলের যত্ন নেওয়া জরুরি। সাধারণ চুলের চেয়েও রঙিন চুলের বেশি যত্ন নিতে হয়। বিশেষজ্ঞদের মতে, রঙ চুলের নিজস্ব উপাদান নয়। তাই, রঙ করা চুলের ক্ষতির আশঙ্কা বেশি।

চুল রঙ করলে বেশ কিছু সাধারণ সমস্যা দেয়। সঠিকভাবে যত্ন না নিলে যা মারাত্মক আকার ধারণ করতে পারে।এমন কিছু সমস্যা সম্পর্কে জানুন-

শুষ্ক হয়ে যাওয়া

রঙ করার ফলে চুল শুষ্ক হওয়ার ঘটনা ঘটে। মূলত রঙের কারণে চুলে আর্দ্রতার ভারসাম্য নষ্ট হয়। তাই রুক্ষতা দেখা দেয়।

চুলের ডগা ফাটা

রঙের কারণে চুলে থাকা কিউটিকল নষ্ট হতে পারে। যার ফলে চুলের ডগা ফেটে যেতে পারে।

চুল পড়ে যাওয়া

চুলের লেয়ার নষ্ট হয়ে গেলে এই সমস্যা বাড়ে। বিশেষজ্ঞদের মতে, চুল রঙ করার পর সঠিক যত্ন না নিলে চুল পড়ার হার অনেকটাই বেড়ে যায়।

চুল ভেঙে যাওয়া 

রঙ করানোর ফলে চুল দুর্বল হয়ে পড়ে। ফলে মাঝখান দিয়ে চুল ভেঙে যাওয়া সমস্যা দেখা দেয়।

কীভাবে যত্ন নেবেন? 

রঙ করার পর অনেকেই চুলে কন্ডিশনার ব্যবহারে গুরুত্ব দেন না। এই কাজটি করা চলবে না। মনে রাখবেন, গড়ন অনুযায়ী, সঠিক কন্ডিশনারই চুল ভালো রাখতে সাহায্য করে।

চুলের যত্নে প্রাকৃতিক উপাদান যেমন শিয়া বাটার ও অর্গানিক তেল ইত্যাদি ব্যবহার করুন। এগুলো চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ছয় মাস পর পর চুল ট্রিম করান।

রঙ করা চুলের আর্দ্রতা ধরে রাখা সবচেয়ে বেশি দরকার। তাই এমন দ্রব্য ব্যবহার করুন যা আর্দ্রতা ধরে রাখে। পাশাপাশি পরিমাণ পানি পানের অভ্যাস করুন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে