মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
এম এ আলিম রিপন, সুজানগর : পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার অত্র বিদ্যালয়ের হলরুমে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের গন্তব্যস্থলে পৌঁছাতে হলে এখন থেকে স্বপ্ন দেখতে হবে।
এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের লক্ষ্য নিয়ে সেভাবে অধ্যবসায়ের সাথে পড়ালেখা করতে হবে। ভালো রেজাল্ট করতে পারলে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন থাকবে। এছাড়া সকল পরীক্ষার্থীরা যাতে ভবিষ্যতে উচ্চ শিক্ষা লাভ করে যাতে দেশ এবং জাতির কান্ডারি হয়ে আত্মমানবতায়র সেবায় নিয়োজিত থাকতে পারে এ প্রত্যাশাও রাখেন প্রধান অতিথি ।