ডিপিএলের সূচি পরিবর্তন নিয়ে যা বললেন পাপন

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩; সময়: ৩:৪১ অপরাহ্ণ |
খবর > খেলা
ডিপিএলের সূচি পরিবর্তন নিয়ে যা বললেন পাপন

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশে গত কয়েকদিন ধরে চলছে প্রচন্ড তাপদাহ। এমন গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জনজীবন। ব্যাতিক্রম নন দেশের ক্রিকেটাররাও। বরং এই গরমের মধ্যেই ডিপিএলে খেলছেন তারা।

ক্রিকেটের জন্য এমন আবহাওয়া প্রতিকূল না হলেও অনেকটাই কষ্টাসাধ্য কাজ। তাই আগামী মৌসুম থেকে ডিপিএলের সূচিতে পরিবর্তন আনার কথা ভাবছে বিসিবি।

গতকাল আবাহনীর কোচ এবং বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন সূচি পরিবর্তনের বিষয়টি নিয়ে ভাবছেন তারা। আর আজ এই সূচি পরিবর্তন নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মিরপুর শেরে-ই বাংলায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘আসলে এই গরমটা একেবারে অপ্রত্যাশিত, আগে কখনও আমরা দেখিনি। এটা অবশ্যই আমাদের মাথায় থাকবে।

আমরা ভবিষ্যতে যখনই এই খেলাগুলোর পরিকল্পনা করবো তখন এটা মাথায় থাকবে। তবে এটা মাথায় থাকলেই যে খুব বেশি কিছু একটা করা যাবে বলে আমার মনে হয় না। আমাদের যে ক্যালেন্ডার আর স্পেস আছে তাতে খুবই কঠিন কাজ।’

‘আমরা খেলা দিতে পারব, কথা হচ্ছে ক্লাবগুলো খেলতে রাজি হবে কিনা। জাতীয় ক্রিকেটার ছাড়া কেউ খেলতে চায় না। আর আমাদের যে দায়বদ্ধতা আছে, ওইটাকে আলাদা রেখে সময় বের করা খুবই কঠিন।

আমাদেরকে আসলে মেনেই নিতে হবে জাতীয় ক্রিকেটারদের ছাড়াই খেলতে হবে ডিপিএল। ওদের থাকতেই হবে এমন চিন্তা থেকে যদি বের হয়ে না আসি তাহলে সূচি সরানো যাবে না।’-যোগ করেন পাপন।

এসময় পাশের দেশ ভারতের উদাহরণ টেনে পাপন আরও বলেন, ‘আপনি কলকাতার অবস্থা দেখেন, কলকাতায় তো স্কুল-কলেজও বন্ধ করে দিয়েছে কালকে থেকে। কিন্তু খেলা তো হচ্ছে, খেলা তো বন্ধ হবে না। দুদিন আগে তো খেলা হলো।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে