নিউ ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩; সময়: ২:৫৯ অপরাহ্ণ |
নিউ ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী ‘নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তনদে’র প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সেই উপলক্ষে সোমবার (২৪ এপ্রিল) সকালে কলেজ অডিটোরিয়ামে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ও ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থী প্রফেসর ড. মো. অলীউল আলম, নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তন শিক্ষার্থী ও ১৯৭০-৭১’র ছাত্র সংসদের জিএস বীর মুক্তিযোদ্ধা মো শরিফ, নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তন শিক্ষার্থী ও ১৯৭০-৭১’র ছাত্র সংসদের এজিএস রফিকুজ্জামান বেল্টু, নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তন শিক্ষার্থী সালভানা সাত্তার, নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ সাব্বির ইসলাম।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তন শিক্ষার্থী উসমান গনি বিমান।

উল্লেখ্য, ‘চলো মিলি প্রাণের ক্যাম্পাসে স্বপ্ন রঙিন দিনগুলো যেথায় ভাসে’- নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তনদে’র শ্লোগানকে সামনে রেখে গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তন ৪৬ টি ব্যাচের ৫৭০ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে