বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই ছাপিয়ে বৃষ্টির জয়

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩; সময়: ৫:১৪ অপরাহ্ণ |
খবর > খেলা
বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই ছাপিয়ে বৃষ্টির জয়

পদ্মাটাইমস ডেস্ক : দুর্দান্ত বোলিংয়ে লঙ্কান নারীদের শুরু থেকেই চেপে ধরেছিলেন নাহিদা-ফাহিমারা। নিয়মিত উইকেট হারিয়ে অলআউটের শঙ্কায় পড়েছিল স্বাগতিকরা। আর সেই শঙ্কার মেঘ বৃষ্টি হয়ে ঝড়েছে কলম্বোয়।

৩৭তম ওভারে বৈরী আবহাওয়ায় খেলা বন্ধ হওয়ার পর মাঠে গড়ায়নি আর কোনো বল। তাই শেষ পর্যন্ত সিরিজের প্রথম ওয়ানডেতে জয় হয়েছে বৃষ্টিরই।

কলম্বোর পি সারা ওভালে ৩৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করে শ্রীলঙ্কা। এরপর বৃষ্টিতে আর খেলা চালানো সম্ভব হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।

উইমেন’স চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় সিরিজের প্রথম ম্যাচ থেকে বৃষ্টির সৌজন্যে ১ পয়েন্ট পেল বাংলাদেশ। এ নিয়ে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টানা তিন ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই হার্ষিথা সামারাবিক্রমার উইকেট হারায় শ্রীলঙ্কা। ফুল লেংথে দারুণ ডেলিভারিতে তাকে এলবিডব্লিউ করেন জাহানারা আলম।

নপাওয়ার প্লেতে স্বাগতিকদের বিপদ আরও বাড়ান নাহিদা। ষষ্ঠ ওভারে বাঁহাতি স্পিনারের আর্মার ডেলিভারিতে এলবিডব্লিউ হন আরেক ওপেনার ভিশ্মি গুনারত্নে।

দুই ওপেনারকে হারিয়ে পাল্টা আক্রমণের পথে হাঁটেন অধিনায়ক চামারি আতাপাত্তু। উইকেটের চারপাশে দারুণ সব শটে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন তিনি।

তবে তাকে বেশি দূর যেতে দেননি ফারজানা হক। নাহিদার বলে ডিপ মিড উইকেটে দারুণ ক্যাচ নিয়ে লঙ্কান অধিনায়কের বিদায়ঘণ্টা বাজান ফারজানা। ৮ চার ও ২ ছয়ে ৩৭ বলে ৪৭ রান করেন চামারি।

এরপর নিলাকশি ডি সিলভা ও ইমেশা দুলানি দ্রুত ফিরে গেলে একশর আগেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। শতরান পেরোনোর পর প্রাসাদানি ভিরাক্কোডিকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট নেন অভিষিক্ত সুলতানা খাতুন।

সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েন কাভিশা দিলহারি ও ওশাদি রানাসিংহে। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৩৫ রান। এরপর আর বৃষ্টিতে খেলা সম্ভব হয়নি।

বল হাতে ৭ ওভারে দুই মেডেনসহ স্রেফ ২৪ রানে ৩ উইকেট নেন নাহিদা। সুলতানা, ফাহিমা খাতুন ও জাহানারার ঝুলিতে জমা পড়ে ১টি করে উইকেট।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে