টানা দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডকে হারালো পাকিস্তান

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩; সময়: ১২:৪০ অপরাহ্ণ |
খবর > খেলা
টানা দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডকে হারালো পাকিস্তান

পদ্মাটাইমস ডেস্ক : প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও মিচেলের সেঞ্চুরি ম্লান করে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানকে জেতালেন ফখর জামান। তার অনবদ্য ইনিংসে ১০ বল হাতে রেখে ৭ উইকেটে জিতলেন স্বাগতিকরা।

আগের ম্যাচে মিচেলের ১১৩ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ড ২৮৮ রান করেও পার পায়নি। ফখর ১১৭ রান করে ৫ উইকেটে জেতান।

কিউই ব্যাটার শনিবার ১২৯ রানের ইনিংস খেলেন। সঙ্গে টম লাথামের ৯৮ রান নিউজিল্যান্ডকে এনে দেয় ৫ উইকেটে ৩৩৬ রানের সংগ্রহ।

লক্ষ্য সহজ ছিল না। ফখর সেটিকে সহজ বানিয়ে ছাড়লেন। ১৮০ রানে অপরাজিত থেকে দলকে জেতান পাকিস্তানি ওপেনার।

১৪৪ বলে ১৭ চার ও ৬ ছয়ে সাবলীল ব্যাটিংয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। ইনিংসটি খেলার পথে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম তিন হাজার রানের মালিক হয়েছেন ফখর। ৬৭ ইনিংস খেলে এ মাইলফলক ছুঁয়েছেন তিনি, তার পাশে আছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।

৬৬ রানে ইমাম-উল হকের সঙ্গে উদ্বোধনী জুটি ভাঙার পর বাবর আজমকে নিয়ে ১৩৫ রান তোলেন ফখর। এই জুটি পেয়ে যান ৮৩ বলে সেঞ্চুরি।

বাবর ৬৫ রানে থামলেও ৩৩ বছর বয়সি বাঁহতি ব্যাটার ম্যাচ শেষ করে আসেন। সঙ্গে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। ৪১ বলে ৫৪ রানে অপরাজিত ছিলেন তিনি।

ফখর জামান ও রিজওয়ানের জুটি ছিল অপরাজিত ১১৯ রানের। ৪৮.২ ওভারে ৩ উইকেটে ৩৩৭ রান করে পাকিস্তান।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল পাকিস্তান। আগামী ৩ মে করাচিতে হবে তৃতীয় ওয়ানডে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে