মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয় যে কারণে

প্রকাশিত: মে ৬, ২০২৩; সময়: ১:৫১ অপরাহ্ণ |
মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয় যে কারণে

পদ্মাটাইমস ডেস্ক : প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় মা দিবস। মা দিবস পালন করা নিয়ে অনেকের অনেক মত থাকলেও বছরের এই দিন মায়ের জন্য ঠিকই রঙিন হয়ে ওঠে।

আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আমাদের মা। তার জন্য আলাদা কোনো দিবসের দরকার নেই, এমনটাই মত অনেকের। তবে মাকে ভালোবেসে একটি দিন উৎসর্গ করার মধ্যে নেতিবাচক কিছু নেই।

তাকে একটি দিন আপনি বিশেষ অনুভব করাতেই পারেন। কিন্তু এই যে মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয়, এর পেছনের কারণ কী?

মে মাসের প্রত্যেক দ্বিতীয় রবিবারে মায়েদের সম্মানে পালন করা হয় বিশ্ব মাতৃ দিবস। এ বছরও তার ব্যতিক্রম হবে না।

যদিও এ বছর লকডাউনের দরুণ মাতৃদিবস ঘরে বসেই পালন করতে হবে মায়েদের সন্তানদের। কিন্তু প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রবিবারে কেন এই দিনটি পালন করে বিশ্ববাসী জানেন কি?

প্রথম মা দিবস

যুক্তরাষ্ট্রে ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রে প্রথম মা দিবস পালন করা হয়। আমেরিকার স্কুল শিক্ষিকা আনা জার্ভিস মাকে ভালোবেসে এই দিবসের প্রচলন করেন।

১৯০৫ সালে তার মা অ্যান মেরি রিভস জার্ভিসের মৃত্যুর পর এ নিয়ে তিনি আরও বেশি প্রচারণা চালান। নিজের মায়ের মতো দেশজুড়ে ছড়িয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে আনা জার্ভিস প্রচার শুরু করেন।

মাকে বিশেষ শ্রদ্ধা জানানোর জন্যই এই বিশেষ দিনে প্রচলন শুরু করা হয়। ১৯০৫ সালে তিনিই প্রথম মা দিবসকে স্বীকৃতি দেওয়ার জন্য লড়াই শুরু করেছিলেন।

তার এই প্রস্তাব শুরুর দিকে খারিজ করে দিয়েছিল মার্কিন কংগ্রেস। কিন্তু তিনি থেমে থাকেননি। এরপর আমেরিকার সব প্রদেশ তার প্রস্তাবে রাজি হয়ে ওই দিন ছুটি পালন করা হয়। এভাবেই ছিল মা দিবসের শুরুটা।

১৯১৪ সাল থেকে

১৯১৪ সালের ৯ মে আমেরিকান প্রেসিডেন্ট উড্রো উইলসন একটি আইন পাশ করেছিলেন। যেখানে বলা হয়েছিল মে মাসে দ্বিতীয় রোববার মা দিবস পালন করার কথা।

তারপর থেকেই যুক্তরাজ্য, ভারত এবং আরও অনেক দেশে মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয়।

আনার বিরোধিতা

মা দিবস স্বীকৃতি পাওয়ার পর থেকে বিভিন্ন সংস্থা লাভের আশায় এই দিনকে উপলক্ষ্য করে কার্ড তৈরি করতে শুরু করেন। এর কঠোর বিরোধিতা করেন আনা।

তার মতে, সন্তানরা মায়েদের জন্য সময় ব্যয় করতে পারেন না তাই তাদের উচিত কেনা কার্ডের বদলে নিজের হাতে তৈরি কার্ড উপহার দেওয়া।

এখানেই শেষ নয়, এরপর তিনি নিজেই মাদার্স ডে বয়কট করার জন্য প্রতিবাদে সামিল হন। পরে শান্তি ভঙ্গ করার জন্য আনাকে গ্রেফতারও করা হয়। ১৯৪৮ সালে মৃত্যু হয় আনা জার্ভিসের।

অন্যান্য তারিখে মা দিবস

গ্রিসে মা দিবস পালন করা হয় ফেব্রুয়ারি মাসে ২ তারিখে। ব্রিটেনে মার্চ মাসের চতুর্থ রোববার মা দিবস পালন করা হয়।

থাইল্যান্ডে রানি সিরিকিটের জন্মদিনে আগস্ট মাসে পালন করা হয় মা দিবস। তবে আমাদের দেশসহ অধিকাংশ দেশেই মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে