‘আফগান সিরিজ হবে কঠিন’

প্রকাশিত: জুন ৩, ২০২৩; সময়: ১২:২০ অপরাহ্ণ |
খবর > খেলা
‘আফগান সিরিজ হবে কঠিন’

পদ্মাটাইমস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হবে কঠিন। এমনটি মনে করেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

আফগান সিরিজ সামনে রেখে এরই মধ্যে প্রি-ক্যাম্প শুরু হয়েছে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের আগামীকালের মধ্যে চলে আসার কথা। তিনি এলে ক্যাম্প শুরু হবে।

শুক্রবার বনানীতে এক অনুষ্ঠানে তামিম বলেন, ‘কোচ এলে স্কিল ক্যাম্প শুরু হবে। আফগানিস্তানের বিপক্ষে সবসময় ভালো সিরিজ হয়। তারা মানসম্পন্ন দল। আজ (শুক্রবার) তাদের পারফরম্যান্স হয়তো দেখেছেন সবাই। তারা শ্রীলংকাকে হারিয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের তিন বিভাগেই ভালো খেলতে হবে। কঠিন সিরিজ হবে। তাদের বোলিং আক্রমণ মানসম্পন্ন। টেস্ট দিয়ে শুরু করব। মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা টেস্ট নিয়েই চিন্তা করছি।’

তিনি আরও বলেন, ‘ওয়ানডে সুপার লিগ নিয়ে সন্তুষ্ট, বলব না। তবে আমরা শীর্ষ তিনের দল। আমাদের সুযোগ ছিল আরেকটু ভালো করার। হয়তো দ্বিতীয় কিংবা প্রথম দল হতে পারতাম।’

তিনি বলেন, ‘কিন্তু ইতিবাচকভাবে আমরা কোয়ালিফাই করেছি।’

ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে ইংল্যান্ডের সমান ১৫৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ তৃতীয় হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪ জুন শুরু হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে