চুলে রঙ করলে কি আরও পেকে যায় ?

প্রকাশিত: জুন ১২, ২০২৩; সময়: ১:১৬ অপরাহ্ণ |
চুলে রঙ করলে কি আরও পেকে যায় ?

পদ্মাটাইমস ডেস্ক : আজকাল অল্প বয়সেই অনেকের চুল পাকে। বেশিরভাগ মানুষেরই তা ভালো লাগে না। এ কারণে চুলের আগের রঙ ফিরিয়ে আনার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েন। সেক্ষেত্রে বেশিরভাগই চেষ্টা করেন চুল রঙ করতে। কেউ কেউ আবার এমনিতেই চুল রঙ করতে পছন্দ করেন।

চুল রঙ করা সম্পর্কে বেশ কিছু ধারণা আছে অনেকেরই। তার মধ্যে কিছু ঠিক, কিছু ভুল। চুল রঙ নিয়ে কারও কারও আবার ভয়ও থাকে।

অনেকের ধারণা চুলে রঙ করলে, আশপাশের আরও যে ক’টি চুল কাঁচা আছে, সেগুলিও পেকে যাবে। এছাড়া রঙে নানা রকম রাসায়নিক থাকার ফলে, চুল পড়ে যেতে পারে বলেও মনে করেন কেউ কেউ। তবে বিশেষজ্ঞরা বলছেন, উন্নত মানের রঙ ব্যবহার করলে চুল পড়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়া আটকানো সম্ভব। কিন্তু বাকি চুল পেকে যাওয়ার মতো সমস্যা কি হতে পারে?

বিজ্ঞানীদের মতে, চুলে পাক ধরে তার ফলিকল থেকে। বয়স এবং জিনগত কারণে এক এক জনের এক এক রকম বয়স থেকে চুলে পাক ধরতে শুরু করে। এখন প্রশ্ন উঠতেই পারে চুলের ফলিকলের উপর রঙ কতটা প্রভাব ফেলে?

বিজ্ঞানীদের মতে, চুলে যখন রঙ করা হয়, তা তার বাইরের স্তরেই থাকে। চুলের ভিতরে ঢোকে না। তাই ফলিকলের উপর প্রভাব ফেলার আশঙ্কা বেশ কম। তাই রঙ করলে কালো চুল পেকে সাদা হওয়াও খুব স্বাভাবিক নয়।

সব মিলিয়ে এটাই জানা যায়, চুল রঙ করলে সাদা চুল রঙিন হবে, তবে কাঁচা চুল পড়বে না। তবে রাসায়নিকবিহীন রঙই ব্যবহার করা উচিত। সেক্ষেত্রে চুলের ক্ষতি কম হবে। তেমন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই চুলে রঙ করুন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে