সবাইকে পাগলামি মানায় না, তামিমকে প্রধানমন্ত্রী

প্রকাশিত: জুলাই ৮, ২০২৩; সময়: ১০:৫০ পূর্বাহ্ণ |
সবাইকে পাগলামি মানায় না, তামিমকে প্রধানমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘোষণায় হতাশ হয় পুরো দেশ। আশাহত হন হতাশ হন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বিশ্বকাপ এবং এশিয়া কাপের মতো বড় দুটি টুর্নামেন্টের আগে তামিম ইকবালের অবসরের ঘটনায় হতবাক ছিল পুরো দেশ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটের বড় এক ভক্ত। ক্রিকেটের কিছু হলে তাই তার উদ্বেগ, উৎকণ্ঠা, হাসি কিংবা উল্লাস চোখে পড়ে। তামিমের অবসরের খবর পেয়ে অন্য সমর্থকদের মত হতাশ হয়েছিলেন প্রধানমন্ত্রীও। তাই তো মাশরাফির মাধ্যমে অভিমানি তামিমকে ডেকে বুঝিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।

শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর অবসরের সিদ্ধান্ত বদল করেছেন দেশসেরা ওপেনার। জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশকে ‘না’ বলা তার পক্ষে অসম্ভব।

তামিমকে ফেরাতে রাজি করানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ দেশের ক্রিকেট ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর আন্তরিকতার কথা জানাচ্ছেন অনেকেই। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর আরিফা রহমান রুমাও নিজের ফেসবুকে শেয়ার করেছেন তামিমের বলা প্রধানমন্ত্রীর আন্তরিকতার কথা।

“দুপুর ২টা ৪০ মিনিটে আমরা যাই গণভবনে। কক্ষে পা দেওয়া মাত্র মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বললেন, ‘কি তামিম, কী সব পাগলামো নাকি করছো! এসব করলে তো চলবে না। … দেখো, শুধু আমার কথা নয়, মানুষের কথা ভাবো। কত মানুষ তোমাকে ভালোবাসে। সেটির মূল্য দিতে হবে না?’ সবকিছু মাথা থেকে সরিয়ে ফেলো…।’ তিনি সবসময় এত আন্তরিক ও অধিকার নিয়ে কথা বলেন, কোনো জবাব থাকে না। আমি শুধু হাসলাম।… উনার আন্তরিকতায় আমি মুগ্ধ। দেশের প্রধানমন্ত্রী যখন এভাবে বলেন, এরপর তো আর কিছু বলার থাকে না।” – তামিম ইকবাল

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে