নতুন গাড়ি চালানো শিখলে মেনে চলুন এই ৫ নিয়ম

প্রকাশিত: জুলাই ২১, ২০২৩; সময়: ৪:৩২ অপরাহ্ণ |
নতুন গাড়ি চালানো শিখলে মেনে চলুন এই ৫ নিয়ম

পদ্মাটাইমস ডেস্ক : নতুন গাড়ি শিখলে মানুষের মধ্যে এক ধরনের আবেগ ও উত্তেজনা কাজ করে। এছাড়াও গাড়ি নিয়ে বাইরে বের হলে চিন্তায় থাকেন পরিবারের সদস্যরাও। আর নতুন ড্রাইভিং শিখেই গাড়ি চালানোটাও কম চ্যালেঞ্জের নয়।

তবে কয়েকটি নিয়ম মেনে চললে দুর্ঘটনা এড়ানো সম্ভব। আসুন জেনে নেই কী সেই নিয়ম-

* নতুন ড্রাইভিং শেখার পর বড় রাস্তায় না গিয়ে এলাকার ভেতর ছোট গলিতে গাড়ি চালিয়ে দক্ষতা বাড়ানো উচিত।

* নতুন গাড়ি চালানোর সময় পাশে দক্ষ কাউকে রাখা উচিৎ। এতে মনের সাহস বাড়ে ও কোনও সমস্যা হলে তার সাহায্য নেওয়া যায়। একইসঙ্গে রাস্তায় অন্য গাড়ির সঙ্গে কয়েক হাত দূরত্ব বজায় রেখেই গাড়ি চালানো উচিৎ।

* নতুন গাড়ি চালানোর সময় সামনের গ্লাসে ও পিছনের গ্লাসে ‘পি’ অথবা ‘এল’ লাগান। এর অর্থ হল প্রবিশন পিরিয়ড আর লার্নার। তাহলে অন্য গাড়ির চালকরাও বুঝতে পারবেন আপনি নতুন গাড়ি চালানো শিখছেন।

* কোনও মোড় ঘোরার সময় সবসময় ইন্ডিকেটর লাইট জ্বালান। এই বিষয়টি অনেকেই মাথায় রাখতে পারে না। এর ফলে অধিকাংশ দুর্ঘটনা ঘটে।

* দুর্ঘটনা ঘটনার অন্যতম প্রধান কারণ হল গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা। ফলে এটি একেবারে এড়িয়ে চলুন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে