রাজশাহীর গ্রামে গ্রামেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩; সময়: ১১:৪৩ অপরাহ্ণ |
রাজশাহীর গ্রামে গ্রামেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গ্রামে গ্রামেও ছড়িয়ে পড়েছে এডিশ মশাবাহিত এ রোগ। ফলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। রোগী বেড়ে যাওয়ায় ডেঙ্গু ইউনিটের বেডের সংখ্যা বাড়ানো হয়েছে।

রামেক হাসপাতালের তথ্যমতে, রাজশাহীতে প্রথম ডেঙ্গু রোগী ভর্তি হয় ১৪ জুলাই। তবে তারা সবাই ঢাকাফেরত ছিলেন। বুধবার (২৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ১৫ জন নতুন করে ভর্তি হয়। আগে ভর্তি ছিলেন ৫২ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন।

চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত ১৯৭ জন রোগীকে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মারা গেছেন একজন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪৫ জন রোগী। এর মধ্যে ৪০ জনই রাজশাহীর স্থানীয়। বাকিরা ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। রোগীদের সেবায় হাসপাতালের একটি বিশেষায়িত টিম কাজ করছে। মজুত রাখা হয়েছে ওষুধপত্র। তবে এভাবে রোগী বাড়তে থাকলে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে এখনই সচেতন না হলে সামনে চিকিৎসা কার্যক্রম পরিচালনায় বেগ পেতে হবে।

রাজশাহী জেলা সিভিল সাজন আবু সাঈদ মো. ফারুক বলেন, রাজশাহীতে এখন স্থানীয়ভাবে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছেন। এখন মশা যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এটি দ্রুত ছড়িয়ে পড়বে।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন বলেন, এডিস মশার লার্ভা ধ্বংসে বিশেষ অভিযান চলমান। এরই মধ্যে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু বিষয়ে ক্যাম্পেইন ও সচেতনতামূলক নানান কার্যক্রম চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে