ফুল তাজা রাখার সহজ কিছু উপায়

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩; সময়: ১০:৫২ পূর্বাহ্ণ |
ফুল তাজা রাখার সহজ কিছু উপায়

পদ্মাটাইমস ডেস্ক : বহুকাল ধরে মানুষ ঘরে তাজা ফুল রাখতে ভালবাসে। কিন্তু মাত্র এক-দু’দিনেই শুকিয়ে যায় ফুল।

সেক্ষেত্রে কিছু সহজ নিয়ম মেনে ঘরেই ফুল তাজা রাখুন। প্রথমত যে ফুলদানিতে ফুল রাখবেন তা যেন পরিষ্কার হয়। ফুলদানিতে ময়লা থাকলে ফুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

ফুলদানিতে ফুল রাখার আগে কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। ৪৫ ডিগ্রি কোণা করে কাটুন।

এতে বহুদিন ফুল তাজা থাকবে। ফুলের যে অংশ পানি ডোবানো থাকবে সেখানে যেন পাতা না থাকে। পাতা থাকলে তাড়াতাড়ি ফুলে পচন ধরে যায়।

দু’চামচ অ্যাপল সাইডার ভিনিগার, দু-চামচ চিনি ও হাফ চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে দিয়ে পানি ঢেলে দিন। তারপর ফুল রাখুন। বহুদিন টাটকা থাকবে ফুল। আর একদিন পর পর বদলে নিন পানি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে