‘তামিম সুস্থ হয়ে ফিরলে হাথুরুর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে’

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩; সময়: ১০:৩২ পূর্বাহ্ণ |
খবর > খেলা
‘তামিম সুস্থ হয়ে ফিরলে হাথুরুর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে’

পদ্মাটাইমস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে শরের মাঠে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিছুটা চোট নিয়েই খেলেছিলেন তখনকার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এ নিয়ে অসন্তোষ জানিয়েছিলেন বোর্ড সভাপতি। একই সঙ্গে ক্ষোভ জানিয়েছিলেন টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

এসবকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ই বলেছিলেন তামিম। তবে প্রধানমন্ত্রীর অনুরোধে সিদ্ধান্ত প্রত্যাহার করে আবার ফিরে এসেছেন তিনি।

তবে ইনজুরির কারণে ছেড়ে দিয়েছে ওয়ানডে অধিনায়কত্ব, নেই আসন্ন এশিয়া কাপেও। এসব কিছু নিয়েই প্রধান কোচের সঙ্গে যে তাঁর সম্পর্কের অবনতি হয়েছে এমনটাই ধারণা ছিল ভক্ত-সমর্থকদের।

তবে ভুল বোঝাবুঝি যাই হয়ে থাকুক না কেনো তামিম আবার দলে ফিরলে তা আর থাকবেনা বয়লেই মনে করেন ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যান জালাল ইউনূস। তিনি বলেন, ‘তামিম সুস্থ হয়ে দলে ফিরলে হাথুরুর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা থাকবে না।’

এসব সমস্যা সমাধানে বিসিবি সবধরনের চেষ্টাই করবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের দিক থেকে সবধরনের চেষ্টা থাকবে। আই থিংক দেয়ার উইল বি নো গ্যাপ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে