স্বপ্ন মানব

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩; সময়: ৪:৫৫ অপরাহ্ণ |
স্বপ্ন মানব

প্রিয় স্বপ্নমানব,
একদিন দেখা দিয়ে তুমি কোথায় হারিয়ে গেলে! তোমাকে যেনো অবচেতন মন থেকে চেতন মনেও ভালোবেসে ফেলেছি।আমার সমস্ত কিছু জুড়ে যেন শুধু তুমি তুমি আর তুমি।

তোমার প্রতিটা নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাই। তোমাকে খুঁজে চলি প্রতি মুহুর্ত। দিনে দিনে তুমি হারিয়ে যাচ্ছো নাকি আমি তা বোঝার ক্ষমতা হারিয়ে গেছে আমার। কই এমন করে তো এর আগে হারাইনি কখনো।

স্বপ্নমানব, আমাদের সুখ ঘুম পার হয়ে যাক রাতের গল্প। তোমার কথা ভেবে আমার সুখ সুখ অনুরাগের হাত ধরে আমি ঘুমিয়ে পড়ি। আর তার হাত ধরে তুমি এসো আমার ঘর দোরে।

আমার চেতন-অবচেতন প্রতিটা স্বপ্নে। আমার সমস্ত ভাবনা উড়িয়ে দিয়ে জীবনের প্রতিটা স্বপ্নের ক্যানভাসে সুখস্মৃতি যেন এভাবেই আঁকি। তুমি এসো। এসো আমার সয়নে-স্বপনে। এসো আমার পৃথিবীর প্রতিটা সূর্যাস্ত শেষে।

তোমার
‘ক্ষণিকা’

লেখা:
সবনাজ মোস্তারী স্মৃতি
শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে