দেশ-বিদেশের গুজব প্রতিরোধে স্মার্ট কর্ণার নির্মাণ
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : যারা দেশে ও বিদেশে বসে তথ্য প্রযুক্তির সহায়তায় গুজব ছাড়াচ্ছেন তাদের প্রতিহত করার জন্য দেশের প্রতিটি আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুধু তাই নয়, প্রতিটি আওয়ামী লীগ নেতাকর্মীর ডাটা বেজ তৈরী, ডিজিটাল নির্বাচনী প্রচারণায় বিশেষ ভুমিকা রাখবে স্মার্ট কর্ণার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার।
বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধন শেষে সাংবাদিকে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও প্রমাণ করে দিবে তারা সঠিক পথে আছেন। বাংলাদেশের মানুষ কখনওই ভুল করে না। তারা সঠিক রায়টাই দিয়ে থাকে।
তিনি বিশ্বাস করেন এবারও জনগণ বঙ্গবন্ধু কন্যাকে বিপুলভাবে জয়যুক্ত করবেন । আওয়ামী লীগ জিতলে বাংলাদেশ জয়ী হয়। আর আওমী লীগ হারলে বাংলাদেশ হারে। স্বাধীনতা বিরোধীরা তখন চাঙ্গা হয়ে ওঠে। নেতাকর্মীরা স্মার্ট কর্ণার থেকে কেন্দ্রের সাথে যোগাযোগ স্থাপন, নির্বাচনী প্রচারণাসহ নানাবিধ কাজ করতে পারবেন বলে জানান তিনি।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধণ চন্দ্র মজুমদার এমপি, সদর-০৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনসহ জেলা উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।