বরখাস্ত এডিসি হারুন রংপুরে

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩; সময়: ৯:৪৬ অপরাহ্ণ |
বরখাস্ত এডিসি হারুন রংপুরে

পদ্মাটাইমস ডেস্ক : ছাত্রলীগের দুই নেতাকে মারধোরের ঘটনায় সাময়িক বরখাস্ত এডিসি হারুন অর রশিদকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে সোমবার এক প্রজ্ঞাপনে এডিসি হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে শাহবাগ থানায় ধরে নিয়ে ব্যাপক মারধর করা হয়। এদের মধ্যে একজনের সামনের কয়েকটি দাঁত উপড়ে ফেলা হয়েছে। ছাত্রলীগের ওই দুই নেতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ওই ঘটনার পর প্রথমে এডিসি হারুনকে ডিএমপির দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়। ওইদিন সন্ধ্যায় তাকে সরিয়ে দেয়া হয় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন)।

মঙ্গলবার ডিবি পুলিশ প্রধান হারুন অর রশিদ অভিযোগ করেন, এডিসি হারুনের ওপর রাষ্ট্রপতির সহকারী একাস্ত সচিবই (এপিএস) প্রথমে হামলা চালান।

বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, এক নারী পুলিশ সদস্য ও রাষ্ট্রপতির এপিএসের সাথে হারুনের বাগবিতণ্ডা হয়। পরে হারুন দুই ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় তুলে নিয়ে নির্যাতন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে