সয়াবিন তেলের দাম কমল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩; সময়: ২:৪৬ অপরাহ্ণ |
সয়াবিন তেলের দাম কমল

পদ্মাটাইমস ডেস্ক : সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে পাম তেলের দাম কমছে লিটার প্রতি ৪ টাকা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, নতুন দর নির্ধারণের ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেল কিনতে খরচ হবে ১৬৯ টাকা, যা এতদিন ছিল ১৭৪ টাকা। এক লিটার খোলা সয়াবিন বিক্রি হবে ১৪৯ টাকায়, যা এতদিন ছিল ১৫৪ টাকা, যা আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

মন্ত্রী বলেন, ডিম, আলু ও পেঁয়াজের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এখন থেকে নির্ধারিত দামেই এসব পণ্য পাওয়া যাবে। নতুন দাম অনুযায়ী ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ডিম ও তেলের পাশাপাশি আলুর দামও নির্ধারণ করা হয়েছে। খুচরাবাজারে আলু পাওয়া যাবে কেজি প্রতি ৩৬ টাকা করে।

পণ্যের দাম যাচাইয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ বিকেল থেকেই অভিযানে নামবে বলেও জানিয়েছেন টিপু মুনশি।

এ সময় ডিম আমদানির সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, প্রথমে অল্প পরিমাণে আমদানি করা হবে। এরপরও যদি দাম নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে