ঈশ্বরদীতে থেমে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : ফাঁকা রাস্তায় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বসেন। রাস্তার পাশে থামিয়ে রাখা ট্রাকের সঙ্গে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মারা যান সজীব হোসেন তালুকদার (৩৫) নামে এক যুবক ।
শুক্রবার রাতে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর চিনিরমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব উপজেলার মুলাডুলি ইউনিয়নের ইসমাইল তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে সজিব মোটরসাইকেলে চালিয়ে দাশুড়িয়া থেকে পাবনা শহরের দিকে আসছিলেন। উপজেলার কালিকাপুর চিনির মিল সড়কের পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এসময় রাস্তার পাশে থামিয়ে রাখা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সেখানে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় মামলা হবে না।