রামেক হাসপাতালে আরো ১ ডেঙ্গু রোগীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরো এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ অক্টোবার ) দুপুর সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যু রোগীর নাম সাইফ (১৫) । সে রাজশাহীর বাঘা উপজেলার সাহাজুলের ছেলে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, সাইফ জ্বর নিয়ে গত ১৭ অক্টোবার দুপুরে রামেক হাসপাতলের ১৩ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ১৯ অক্টোবার আইসিইউতে ভর্তি করা হয়। গত শনিবার দুপুরে সে মৃত্যু বরণ করে।
তিনি আরও জানান, ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন তিন হাজার ২৫২জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৮৮ জন। বাকিরা রাজধানীসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হয়েছেন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৫০ জন। বর্তমানে আরও ১৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।