ঈগলে শেষবার ভোট দিন নির্বাচন আর করবো না : সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩; সময়: ৫:০৯ অপরাহ্ণ |
ঈগলে শেষবার ভোট দিন নির্বাচন আর করবো না : সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : নির্বাচন ও রাজনীতির মাঠে অর্ধ যুগ পেড়োনো সিরাজগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, আমি পরীক্ষিত একজন আওয়ামী লীগের নেতা হিসেবে নৌকা মনোনয়ন চেয়েছিলাম।

কিন্তু অর্থ ষড়যন্ত্রে মনোনয়ন বঞ্চিত হয়েছি। এমপি, মন্ত্রী, জেলা পরিষদ চেয়ারম্যান হয়ে দেশ ও মানুষের উন্নয়নে নিরলস কাজ করেছি। কিন্তু যারা দেশ, মানুষ জন্য কাজ করেনি, উন্নয়নে ভুমিকা রাখেনি তাদের নৌকা মনোনয়ন দেয়া হয়েছে।

পরে শেখ হাসিনার ঘোষণা ও জনদাবীর প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। নৌকা নয়, টাকাব্বরী ও জনগনকে শোষনকারীকে হটাতে, উন্নয়ন এবং সামাজিকতাকে এগিয়ে নিতে আমার পাশে সবাই থাকবেন।

তিনি আরও বলেন, কেউ দলের নৌকার প্রার্থী হয়েছেন। আমিও শেখ হাসিনার প্রার্থী। বয়স অনেক হয়েছে। জীবনে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বাদে ইউপি চেয়ারম্যান থেকে মন্ত্রী এমপি সব হয়েছি।

আর নির্বাচন করবো না। এবারই আমার শেষ নির্বাচন। বুড়া মানুষটাকে ঈগল মার্কায় ভোট দিয়ে আরেকটা বার বিজয়ী করুন। এরপর সকল উন্নয়ন কাজ বুঝে নিবেন। শেষ বারের মত আমার পাশে দয়াকরে থেকে জনতার বিজয় নিশ্চত করুন।

তিনি বৃহস্পতিবার দিনভর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বারবালা, বোয়ালকান্দি, স্থলচর এলাকায় জনসংযোগ ও পথসভায় বক্তব্যদানকালে এসব কথা বলেন।

এসময় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম মাস্টার, মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান রফিক, আব্দুল আজিজ, আলমগীর হোসেন রতন, যুবলীগ নেতা মাসুদ রানা, সাইদুল ইসলাম, প্রমুখ বক্তব্য রাখেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে