সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র মেজর মামুনকে সমর্থন দিয়ে নির্বাচন হতে সরে দাঁড়ালেন বিএনএম প্রার্থী

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪; সময়: ৮:৩১ অপরাহ্ণ |
সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র মেজর মামুনকে সমর্থন দিয়ে নির্বাচন হতে সরে দাঁড়ালেন বিএনএম প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে কাচি প্রতীকের প্রার্থী মেজর অবঃ আব্দুল্লাহ আল মামুনকে সমর্থন দিয়ে

নির্বাচনের প্রতিদ্বন্ধীতা হতে সরে দাঁড়ালেন বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট-বিএনএম প্রার্থী সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম। সোমাবার সন্ধ্যায় চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজা খাতুনের বাসভবনে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনের কর্মি সভায় যোগ দিয়ে এ সিদ্ধান্তের ঘোষণা দেন তিনি।

আব্দুল হাকিম বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমি আব্দুল্লাহ আল মামুনের কাঁচি প্রতিকের পক্ষে কাজ করবো।

তাঁত ও কৃষি সমৃদ্ধ সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগ হতে আব্দুল মমিন মন্ডল, স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পার্টির ফজলুল হক, কৃষক শ্রমিক জনতা লীগের এডভোকেট নাজমুল হক ও বিএনএম থেকে আব্দুল হাকিম প্রতিদ্বন্ধীতা করছেন। এখন বিএনএম এর প্রার্থী আব্দুল হাকিম নির্বাচন থেকে সরে যাওয়ায় প্রার্থী ১ জন কমে গেল।

এ দিকে আব্দুল্লাহ আল মামুন জানান, আমাদের প্রতিদ্বন্দী প্রার্থী ছিলেন আব্দুল হাকিম মেম্বর। তিনি এখন আমাকে সমর্থন দেয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞ। এলাকার উন্নয়নে ভুমিকা রাখতে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ভোটাররা।

সভায় খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শহিদুর রহমান শহিদের সভাপতিত্বে কর্মিসভায় জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজা খাতুন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনিছ শিকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শহিদ তালুকদার, উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে