ডি ব্রুইনাকে কিংবদন্তি বললেন গার্দিওলা

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪; সময়: ২:১৬ অপরাহ্ণ |
খবর > খেলা
ডি ব্রুইনাকে কিংবদন্তি বললেন গার্দিওলা

পদ্মাটাইমস ডেস্ক : দীর্ঘ পাঁচ মাস পর ইনজুরি কাটিয়ে প্রিমিয়ার লিগে ফিরেছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। নিউক্যাসলের মাঠে প্রথমার্ধে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যানসিটি।

ম্যাচের ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই দুর্দান্ত গোল ও অ্যাসিস্টে নিউক্যাসলকে ৩-২ ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয় পেপ গার্দিওলার দল। জয়ের পর এই স্প্যানিশ মাস্টারমাইন্ড প্রিয় শিষ্যকে ম্যানসিটির ‘কিংবদন্তি’ আখ্যায়িত করলেন।

এফএ কাপ দিয়ে ফুটবল মাঠে ফিরেছিলেন ব্রুইনা। হাডার্সফিল্ডের বিপক্ষে খেলার পর এদিনই প্রিমিয়ার লিগে প্রত্যবর্তন ঘটে বেলজিয়ান মিডফিল্ডারের।

দল ২-১ গোলে পিছিয়ে পড়া অবস্থায় মাঠে নামেন ম্যানসিটি তারকা। ৭৪ মিনিটে নিজে করলেন এক গোল পাশাপাশি অস্কার ববকে দিযে করালেন জয়সূচক গোল। প্রিয় শিষ্যর এমন প্রত্যাবর্তনে বেজায় খুশি গুরু গার্দিওলা।

নিউক্যাসেল ইউনাইটেডকে হারিয়ে অ্যাস্টন ভিলাকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এসেছে ম্যানসিটি। ম্যাচের শেষ বাঁশি বাজার পর মাঠে নেমে ডি ব্রুইনাকে বুকে জড়িয়ে ধরেন গার্দিওলা।

এ ছাড়া প্রিয় শিষ্যকে পিঠ চাপড়ে ও চুলে হাত বুলিয়েও যেন সন্তুষ্ট হতে পারছিলেন না সিটি কোচ। যেন ‘আকাশের চাঁদ’ হাতে পেয়েছিলেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড।

ডি ব্রুইনার ফেরা নিয়ে ম্যানসিটি কোচ গার্দিওলা বলেন, ‘সে (ডি ব্রুইনা) একজন কিংবদন্তি। পাঁচ মাস পর ফেরায় আমি ভেবেছি, সে পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নয়।

তাই তাকে বদলি নামানোর কৌশল গ্রহণ করতে হলো।’ এছাড়া বেলজিয়ান মিডফিল্ডারকে পেয়ে নতুন করে শিরোপার স্বপ্ন দেখার কথা জানিয়েছেন গার্দিওলা।

নিউক্যাসলকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে ম্যানসিটি। ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থাকা অ্যাস্টন ভিলাকে টপকে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান সংখ্যক ম্যাচে ৪৫ পয়েন্ট পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে জার্গেন ক্লপের লিভারপুল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে