সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারকে বিদায় সংবর্ধনা

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪; সময়: ৮:২৮ অপরাহ্ণ |
সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারকে বিদায় সংবর্ধনা

এম এ আলিম রিপন, সুজানগর : পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকারকে পদোন্নতিজনিত কারনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে বৃহস্পতিবার এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান,এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,ভাঁয়না ইউপি সচিব আব্দুস সামাদ প্রমুখ ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও সুখময় সরকার সুজানগর উপজেলায় বিগত প্রায় ৪ মাস সময়কালে সরকারের নির্দেশনা পালনে ছিলেন একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ। তিনি শুধু জনপ্রতিনিধি নন, সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচারণ করতেন। যে কেউ তার এই উদারতায় তাকে শ্রদ্ধা করতেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি একজন সজ্জন,পরোপকারি ব্যক্তি হিসেবে অল্প সময়ে পেয়েছেন পরিচিতি। বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার বলেন,আমার কর্মজীবনে সেরা সঞ্চয় হিসেবে পেয়েছি এই উপজেলার মানুষের ভালবাসা। সুজানগর উপজেলার মানুষ খুবই আন্তরিক।

ফলে উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ কাজ করতে পেরেছি। কতুটুকু পেরেছি বলতে পারব না,তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন ,সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন। বিদায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন,তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ,মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,উপজেলা অফির্সাসক্লাব, সুজানগর প্রেসক্লাবের পক্ষ থেকে মোহাম্মদ আলী মাস্টার ও এম এ আলিম রিপন, সকল ইউপি চেয়ারম্যান ও সচিবদের পক্ষ থেকে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ফুল ও ক্রেস্ট দিয়ে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারকে বিদায় জানান। এর আগে উপজেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকার ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে