নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪; সময়: ৪:৫৫ অপরাহ্ণ |
নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, নাটোর : আদিবাসীদের ভূমি কমিশন গঠনসহ আদিবাসীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রুবার বেলা ১১ টার দিকে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে বঙ্গজ্বল আনন্দময়ী কালী মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার আহবায়ক নরেশ চন্দ্র উরাও এর সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবুল রবিদাস, সাধারন সম্পাদক গণেশ মাড়ি, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, শিবলী সাদিক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ কামরুন নাহার কাজল,ওয়াকার্স পার্টি নেতা মিজানুর রহমান মিজান, আদিবাসী সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তি সত্য নারায়ন তেলি, প্রদীপ লাকড়া প্রমুখ।

উল্লেখ্য ২০১৯ সালে কমিটির হওয়ার পর আর কোন কমিটি হয়নি। তারই আলোকে আজ দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে