রাজশাহীতে নববর্ষ ও কবিকুঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কথা-কবিতা-গান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বাংলা নববর্ষ ও কবিকুঞ্জের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কথা-কবিতা-গান অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় নগর বঙ্গবন্ধু পরিষদে কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে এসব অনুষ্ঠিত হয়। এছাড়াও কবিকুঞ্জের উপদেষ্টা কবি জুলফিকার মতিন ও সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার উদয়ন সাহিত্য ও সংস্কৃতিক গোষ্ঠী সম্মাননা পাওয়ায় তাঁদেরকে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান ড. অলীউল আলম, রবীন্দ্র গবেষক কবি গোলাম কবির ও রাজশাহী শিক্ষা বোর্ড সাবেক চেয়ারম্যান মোকবুল হোসেন (কবি সালিম সাবরিন), মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, কবিকুঞ্জের সহসভাপতি বীথি মজিদা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুর হক কুমার। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাওয়াজ প্রামানিক সুমনের উপস্থাপনায় কবিতা পাঠ করেন বাচিক শিল্পী রাশেদ উন নবী আহসান, কবি সিরাজুদ্দৌলাহ বাহার, কবি ওয়ালী উল ইসলাম, কবি আলমগীর মালেক,
কবি হাবিবুল ইসলাম তোতা, কবি সেঁজুতি রহমান, কবি মেহেবুব ইসলাম রহমত, কবি মনিরুল ইসলাম, কবি দ্বিপালী রানী সরকার, কবি শামীম ডেইজী লিপি, কবি লোকমান হোসেন, বাচিক শিল্পী রওশন আরা বেলি, কবি কাবেরী সাহা, কবি শামীমা নাইস, কবি শামীম হোসেন, কবি মাহবুব দুলাল প্রমুখ।