টিকিট না কাটায় ৫ শিশুকে কান ধরিয়ে রাখার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪; সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ |
টিকিট না কাটায় ৫ শিশুকে কান ধরিয়ে রাখার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

পদ্মাটাইমস ডেস্ক : শরীয়তপুরে টিকিট ছাড়া পার্কে প্রবেশ করায় পাঁচ শিশুকে কয়েক ঘণ্টা কান ধরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে জেলা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিনের বিরুদ্ধে।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ১০ থেকে ১৩ বছর বয়সী কয়েকজন শিশু সীমানা প্রাচীর টপকে ‘শরীয়তপুর পার্ক’-এ প্রবেশ করে। এদের মধ্যে ৫ শিশুকে আটক করে প্রহরীরা। পরে ইউএনও তাদের কান ধরে দাঁড় করিয়ে রাখেন বলে অভিযোগ ওঠে। উপস্থিত দর্শনার্থীরা মোবাইল ফোনে শাস্তির ঘটনাটির ছবি ও ভিডিও ধারণ করেন।

ভুক্তভোগী শিশুরা জানায়, দেয়াল টপকে পার্কে প্রবেশের পর প্রহরীরা তাদের আটক করে। এসময় তাদের সাথে বাজে আচরণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে তাদেরকে কান ধরে দাঁড় করিয়ে রাখার নির্দেশ দেন।

ভুক্তভোগী শিশুদের অভিভাবকরা জানান, শিশুরা যদি অন্যায় করে থাকে, তাহলে অভিভাবকদের ডাকা উচিৎ ছিল। তারা সেটির বিচার করতেন।

এদিকে, অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন বলেন, শিশুদের এভাবে ধরে আনা যে ঠিক নয়, সেটি আনসার সদস্যরা বুঝতে পারেনি। পরে শিশুদের কাউন্সেলিং করে ছেড়ে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) জেলা সদরের পৌরসভার শিল্পকলা একাডেমির মাঠে ‘শরীয়তপুর পার্ক’ চালু করা হয়। শিশুদের জন্য নির্মিত পার্কটির দেখভালের দায়িত্বে রয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। পার্কটিতে প্রবেশমূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে