নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৪; সময়: ৩:০৭ অপরাহ্ণ |
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে সামাজিক স্স্কংৃকিত সংগঠন একুশে পরিষদ, পরিবেশ আন্দোলন বাপা ও গ্রীন ভয়েসের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক এমএম রাসেল, পরিবেশ আন্দোলন বাপার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুকুল চন্দ্র কবিরাজ, সাধারন সম্পাদক রফিকুল ইসলামসহ অন্যারা।

মানববন্ধনে বক্তারা বলেন, নওগাঁর আলতাদিঘী জাতীয় উদ্যানে আগুন লাগিয়ে উদ্ভিদ ও ধানসুরা বিলের পদ্মাফুল ধ্বংস এবং বিভিন্ন নদী, খাল-বিল প্রতিনিয়ত দঘল করা হচ্ছে। এতে করে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই দ্রুত জীববৈচিত্র্য রক্ষারসহ নদী, খাল-বিল দখল ও দূষন বন্ধের আহবান জানান বক্তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে