কৃষককে শুঁড় দিয়ে ধরে পা দিয়ে পিষে মারল হাতি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৪; সময়: ৩:০৭ অপরাহ্ণ |
কৃষককে শুঁড় দিয়ে ধরে পা দিয়ে পিষে মারল হাতি

পদ্মাটাইমস ডেস্ক :  শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণ থেকে উঠতি বোরো ফসল রক্ষা করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কৃষক ওমর আলী (৫৫)।

বৃহস্পতিবার রাতে বাতকুচি টিলাপাড়া এলাকা থেকে এলাকাবাসী তার হাতির পায়ের তলায় থেঁতলানো মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো কৃষক ওমর আলী গারো পাহাড়ের বাতকুচি টিলাপাড়া এলাকায় হাতির আক্রমণ থেকে তার বোরো ধান রক্ষা করতে জমিতে যান। অন্যদিন তার সঙ্গে আরও কৃষক থাকলেও সেদিন তিনি একাই ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে একদল বন্যহাতি পাহাড় থেকে লোকালয়ের ফসলি জমিতে নেমে আকস্মিক ওমর আলীর ওপর হামলা চালায়।

হাতির দল শুঁড়ে পেঁচিয়ে আছাড় দিয়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে তাকে মেরে ফেলে চলে যায়। কিছুক্ষণ পর এলাকাবাসী ওমর আলীকে জমিতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে জমিতে তার পেটের ভুড়ি ও মাথার মগজ বের হওয়া বীভৎস মরদেহ দেখতে পান।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে