তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, তাপমাত্রা আরও বাড়ার আভাস
পদ্মাটাইমস ডেস্ক : তীব্র দাবদাহের পর চলতি মাসের শুরুর দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নামে। তবে এই স্বস্তি আর স্থায়ী হচ্ছে না। ফের শুরু হয়েছে তাপপ্রবাহ।
এরই মধ্যে দেশের আটটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে। আজ মঙ্গলবার ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে তীব্র গরম অনুভূত হতে পারে। এতে মানুষের হাঁসফাঁস অবস্থার সৃষ্টি হবে।
পাবনার ঈশ্বরদী উপজেলায় সোমবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া, টাঙ্গাইল, রাজশাহী, নীলফামারীর সৈয়দপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড, রাঙ্গামাটি, ফেনী ও যশোরের ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে।
পূর্বাভাস অনুসারে, বৃষ্টির প্রবণতা কমে আসায় মঙ্গলবার দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুএক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া।
এদিন সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজধানী ঢাকায় পাঁচ ও নোয়াখালী হাতিয়ায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, কিছু কিছু জায়গায় তাপদাহ বিস্তার লাভ করতে পারে।