ডেঙ্গুতে এক সপ্তাহে ১২ জনের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪; সময়: ৯:৫৭ পূর্বাহ্ণ |
ডেঙ্গুতে এক সপ্তাহে ১২ জনের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : বর্ষা বিদায় দিচ্ছে আর এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেলেন ৯৫ জন। এছাড়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে দেশে ৪০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই রোগীসহ চলতি বছর হাসপাতালে ভর্তি হলেন ১৫ হাজার ২০৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ৭ শতাংশ নারী।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬, ঢাকা উত্তর সিটিতে ১১৭, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩৫, খুলনা বিভাগে ১৫ ও ময়মনসিংহ বিভাগে আটজন রয়েছেন। গত এক দিনে সারাদেশে ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ৬০৩ জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

দেশের কোন বিভাগে কতজন মারা গেলেন-

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে বেশিরভাগ রাজধানী ঢাকার। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) সবচেয়ে বেশি ৫৭ জন এবং উত্তর সিটি সরপোরেশনের (ডিএনসিসি) ৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ঢাকা বিভাগে ৩, চট্টগ্রামে ১২, বরিশালে ১০, খুলনা ৪ এবং ময়মনসিংহে ১ জনের মৃত্যু হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে