পবার ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪; সময়: ৫:৩৬ অপরাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার নবাগত ইউএনও সোহরাব হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পবা উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহরাব হোসেনকে এ শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, হরিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুসফিকুর রহমান, হরিয়ান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছাবের আলী।