সমালোচনার মুখে বাতিল টেলিভিশনে ‘গুজব’ মনিটরিং

প্রকাশিত: মার্চ ২৭, ২০২০; সময়: ৫:০৩ পূর্বাহ্ণ |
সমালোচনার মুখে বাতিল টেলিভিশনে ‘গুজব’ মনিটরিং

পদ্মাটাইমস ডেস্ক : বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘গুজব’ প্রচার হচ্ছে কিনা তা মনিটর করতে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে গঠিত কমিটি সমালোচনার মুখে বাতিল করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখার অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান-উল-আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত প্রচারণা/গুজব মনিটরিং করার জন্য জারিকৃত পত্রে ভুলভ্রান্তি থাকায় তা কর্তৃপক্ষের নির্দেশের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো।

তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কোভিড-১৯ (করোনাভাইরাস) বিষয়ে কোনো গুজব বা ভুল তথ্য প্রচার করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রচার মাধ্যমকে সহায়তা করার জন্য তথ্য মন্ত্রণালয়ে একটি সেল গঠন করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উক্ত সেলের দায়িত্ব সঠিকভাবে পালন করারও নির্দেশ দেয়া হয়। এর আগে, মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের প্রতিবাদ করে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি। এই সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আদেশটি প্রত্যাহারের দাবি জানায় বিজেসি।

গত, ২৪ মার্চ করোনাভাইরাস নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে ‘অপপ্রচার কিংবা গুজব’ ছড়ানো হচ্ছে কি না, তা মনিটর করার জন্য বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়ার কথা জানিয়ে আদেশ জারি করা হয়। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন পারভীন স্বাক্ষরিত এই আদেশে প্রত্যেক কর্মকর্তাকে আলাদাভাবে বেসরকারি টেলিভিশন পর্যবেক্ষণের সুনির্দিষ্ট দায়িত্ব দেয়া হয়।

আদেশে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ কোনো বেসরকারি টিভি চ্যানেলে করোনাভাইরাস সম্পর্কে অপপ্রচার কিংবা গুজব প্রচার হচ্ছে মর্মে চিহ্নিত করলে তা বন্ধ করার জন্য সাথে সাথে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে