বরকতময় মাহে রমজান নেকি অর্জনের বসন্তকাল

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২০; সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ |
খবর > মতামত
বরকতময় মাহে রমজান নেকি অর্জনের বসন্তকাল

হোছাইন আহমাদ আযমী : বছর ঘুরে আবারো ফিরে এসেছে বরকতময় মাহে রমজান। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলিম নর-নারীর উপর আল্লাহ তায়ালা এ মাসে রোযাকে ফরজ করেছেন। আর ২০ রাকাত তারাবীকে করেছেন সুন্নত।

রমজান মাস বান্দার জন্য আল্লাহর অনেক বড় নেয়ামত। এ মাসে প্রতিটি রাত-দিনকে আল্লাহ তায়ালা রহমত, বরকত ও মাগফিরাত দ্বারা পূর্ণ করে রেখেছেন। তাকওয়া অর্জন অনুশীলনের জন্য এবং ইবাদত বন্দেগী ও আল্লাহর নৈকট্য অর্জনের আমলের জন্য এ মাসটি ঋতুরাজ বসন্তকাল। এ মাসে আল্লাহ তায়ালা অধিক পরিমাণে দোয়া কবুল করেন। ভুলত্রুটি ক্ষমা করেন৷ তাই রাসুল স. বলেন, “ঐ ব্যাক্তি সত্যিই হতভাগা যে রমজান পেল কিন্তু এ মাসের রহমত থেকে বঞ্চিত রইল।”

রাসূল স. আরো বলেন, এ মাসে চারটি আমল বেশি বেশি করবে। তার মধ্যে দুটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তা হচ্ছে কালিমায়ে তাইয়্যেবাহ ইস্তেগফার বেশি বেশি পড়া। আর দুটি এমন জিনিস যা ছাড়া কোন গতি নেই। তা হচ্ছে জান্নাতের কামনা ও জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে