সংগঠনে গতি আনতে আ.লীগের টিম

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২০; সময়: ৯:৩৪ অপরাহ্ণ |
সংগঠনে গতি আনতে আ.লীগের টিম

পদ্মাটাইমস ডেস্ক : সাংগঠনিক কাজে গতি আনতে দেশের আটটি সাংগঠনিক বিভাগের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের সমন্বয়ে আটটি টিম গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (৩ অক্টোবর) দলটির কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিকালে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ব্রিফিংকালে কাদের বলেন, করোনায় ডিজিটাল মাধ্যমে দলের কার্যক্রম চলেছে। তবে সাংগঠনিক কার্যক্রমে কিছুটা গতি কমে এসেছে। কার্যক্রমে গতি আনতে আটটি টিম গঠন করা হয়েছে।

বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো তুলে ধরে কাদের বলেন, দলীয় সভাপতি শেখ হাসিনা সাংগঠনিক কমিটি গঠনের ক্ষেত্রে দুর্দিনের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিত নেতাকর্মীরা যাতে বাদ না পড়ে সেদিকে সবাইকে লক্ষ রাখতে নির্দেশ দেন। তিনি বলেন, কোনও অবস্থাতেই দলের অভ্যন্তরে বিতর্কিতদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া চলবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কমিটিগুলোতে সভাপতি, সাধারণ সম্পাদক হলেই নিজেদের লোক দিয়ে মাই ম্যান (নিজস্ব বলয় সৃষ্টির জন্য) কমিটি গঠন করা যাবে না। কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে যোগ্যতাসম্পন্ন ও পরীক্ষিত নেতাদের কমিটিতে রাখতে হবে। তৃণমূলের সব কমিটি সম্মেলনের মধ্য দিয়ে গঠন করতে হবে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন হলে মাঠের লোকরাই নেতা হবেন। আর সম্মেলন ছাড়া হলে লবিংয়ে বা তদবিরের লোক নেতা হয়।

আওয়ামী লীগ সূত্র জানায়, বৈঠকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা স্ব স্ব বিভাগের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। এর ভিত্তিতে সংগঠনের নানা দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে কথা বলেন শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় সদস্য গোলাম কিবরিয়া চিনু, মেরিনা জাহান কবিতা প্রমুখ।

  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে