মাহবুবুর রহমান বাদশাহ’র কবিতাগুচ্ছ

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২০; সময়: ১:২৭ অপরাহ্ণ |
মাহবুবুর রহমান বাদশাহ’র কবিতাগুচ্ছ


ভোট

একদিন সফেদ পাঞ্জাবি পড়ে তিনি এলেন

ঠুশ করে পায়ের ধুলো নিয়ে বললেন
আপনি আমার শিক্ষক, গুরুজী,
আপনি আমার পন্ডিত মশায়

সফর সঙ্গীরা গোল হয়ে দাঁড়ালেন দূরে

হাড়জিরজিরে পন্ডিত মশায়ের দড়ি দিয়ে বাধা
আধাভাঙা ঘষা চশমা ঘাড়ের গামছা দিয়ে মুছে নিলেন
কিচ্ছুই প্রায় দেখা যায়না সেই চোখে ও চশমায়

এতো সুন্দর পৃথিবী ঘোলাটে এখন

বললেন, কে হে বাছা!
ভোট চাই?

 


সেলাই

সব ঠিকঠাক তো?

এবার পৌষে কি শীত নামবে বাপু
ভোর হতে না হতেই খেজুর রসের সাথে শাদা মুড়ি
আর খরের আগুন পোহানো ভোর আসবে তো?

এক চিলতে নদীটা কি ভরবে বর্ষায়?
বন্যার জলমগ্ন গাছে কি
মাছরাঙা বসবে?

মেঘে সূর্যে দিন যাচ্ছে রাত যাচ্ছে
অমাবস্যাও চলে গেলো
পূর্ণিমা কি আসবে না আর?

আর তোমার খুকুমনি?

তুমি উত্তর দিচ্ছো না কেনো

মুখ সেলাই করেছে কোন শালায়?

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে