রামেক হাসপাতালের গাইনী বিভাগে আগুন

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২১; সময়: ৮:২৯ অপরাহ্ণ |
রামেক হাসপাতালের গাইনী বিভাগে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেল চারটায় রামেক হাসপাতালের ২৭ নম্বর গাইনী ওয়ার্ডে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় ভর্তিরত সকল রোগী ও তার স্বজনরা ওয়ার্ডের বাইরে চলে যায়। পরে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নেভায়।

রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, রুম হিটার ও মোবাইল ফোনের চার্জারে হটাৎ করেই আগুন লেগে যায়। পরে ওয়ার্ডের বেডের চাদরে আগুন লাগলে রোগী-স্বজনরা বাইরে চলে যায়। তবে ঘটনায় কারো কোন ক্ষতি হয়নি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, আগুন ধরার পরেই আমরা দমকল বাহিনীর সদস্যদের খবর দেয়ার পরপরই তারা উপস্থিত হয়। তবে হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা পানি এনে আগুন নিভাতে থাকে।

পরে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে। এ বিষয়ে কারো কোন ক্ষতি হয়নিও বলে জানান রামেক হাসপাতালের এই কর্মকর্তা।

  • 80
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে