সৈকতে পূর্ণিমা

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১; সময়: ৬:৩৩ অপরাহ্ণ |
সৈকতে পূর্ণিমা

মোহাম্মদ কাউছার হামিদ

আজ এখানে পাগল হতে এসেছি
ঘোর লাগা পূর্ণিমার উপমা খুঁজে বেড়াচ্ছি
নারিকেলের ফাক গলে নেমে আসে জোনাকী
জলরাশিতে আছড়ে পরে তীর্যক রশ্মি
বাহুতে হেলান দিয়ে পাজকোলার মতো বসে
উপভোগ করছি পূর্নিমার ভরা রসে
জলের চিকচিক হীরার টুকরো
গুনতে গেলেই নিভো নিভো
সোনালী আভার চকিত চমক
জিনিসটা কি না বোঝার ধমক!

আজ এখানে রাতভর জোস্নার খেলা হবে
সমুদ্রের দেবতারা কোরাস গাইবে
চোখের সম্মুখে একটুকরো সহসা ব্যবিলনের উদ্যান
নয়তো আমার জিঞ্জিরার উপাখ্যান
এখানে সুখের আবেশে চোখে ঘুম
অথবা বারিজগতে চঞ্চল সাঁতরে বেড়ানোর ধুম
এখানে কল্পনায় জলকেলি নয়তো ডুবন
শৈবাল প্রবাল শামুক ঝিনুকের অনিন্দ্য ভুবন।

কবি : সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,
রাজশাহী

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে