একদিন পর সার্বিয়ায় গুলিতে ঝড়লো আরও ৮ প্রাণ

প্রকাশিত: মে ৫, ২০২৩; সময়: ১০:৫৩ পূর্বাহ্ণ |
একদিন পর সার্বিয়ায় গুলিতে ঝড়লো আরও ৮ প্রাণ

পদ্মাটাইমস ডেস্ক : ইউরোপের দেশ সার্বিয়ায় এক বন্দুকধারীর গুলিতে বৃহস্পতিবার (৪ মে) ৮ জন নিহত হয়েছেন।

এ ঘটনার মাত্র একদিন আগে দেশটির একটি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছিল। সেদিন শিশু শিক্ষার্থীর চালানো গুলিতে ৯ জন নিহত হন। এর একদিন পরই সার্বিয়ায় গুলিতে ঝড়ল আরও ৮ প্রাণ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দক্ষিণ বেলগ্রেডের ৬০ কিলোমিটার দূরের দুটি গ্রামে এ ঘটনা ঘটে।

এতে ৮ জন নিহত হওয়া ছাড়াও আরও অন্তত ১০ জন গুরতর আহত হয়েছেন। হামলাকারী একটি চলন্ত গাড়ি থেকে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছোঁড়েন।

অসমর্থিত সূত্র জানিয়েছে, হামলাকারীকে ধরতে এখনো অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

সার্বিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার সকালে স্পেশাল ফোর্সের সদস্যরা মাদেনোভিক এবং দুবোনা গ্রামে আসেন। এখানেই এ ভয়াবহ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা যায়, চেক পয়েন্ট বসিয়ে পুলিশ সদস্যরা গাড়ি থামিয়ে সেগুলোতে তল্লাশি চালাচ্ছেন। এছাড়া দুবোনা গ্রামে হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করে হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, ওই হামলাকারীর বয়স ২০ বছর। বৃহস্পতিবার সন্ধ্যার সময় একটি পার্কে পুলিশ সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এরপর তিনি চলন্ত গাড়ি থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করে ৮ জনকে হত্যা করেন।

সার্বিয়ায় এ ধরনের বন্দুক হামলা খুবই বিরল। মাত্র একদিনের ব্যবধানে এমন দু’টি ঘটনা সবাইকে হতবিহ্বল করে দিয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে