বাগমারায় বৃক্ষ রোপণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: মার্চ ১৭, ২০২০; সময়: ৪:৪৭ অপরাহ্ণ |
বাগমারায় বৃক্ষ রোপণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বৃক্ষ রোপণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বন কর্মকর্তা জোনাব আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা আতিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানী, মেডিকেল অফিসার ডাঃ আব্দুল মোতালেব, ববিতা রানী, সেকমো এস.এম. সাথি খাতুন, লোকমান হাকিম, সিনিয়র স্টাফ নার্স সুরমা খাতুন, ইকবাল হোসেন, সাহানাজ পারভীন, এম.টি.ল্যাব আবুল কালাম আজাদ, এইচটি বিদ্যুৎ কুমার সিংহ, সিএইচসিপি সুজাতা কুন্ড, অফিস সহকারী রইচ উদ্দীন প্রমুখ। এর আগে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। “মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রায় শতাধিক ব্যক্তির ডায়বেটিস পরিক্ষা করা হয়। মুজিব বর্ষ উপলক্ষে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প বছর ব্যাপি পরিচালিত হবে বলে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে