শিবগঞ্জে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মামলা

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২০; সময়: ৮:০৩ অপরাহ্ণ |
শিবগঞ্জে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা গ্রামে মারধর ও হামলা চালিয়ে দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। গত ১৫ অক্টোবর মোটরসাইকেল ছিনতাইয়ের শিকার মর্দানা গ্রামের তাইনুস আলীর ছেলে ইব্রাহিম আলী বাদি হয়ে ২০ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর বিকেলে ব্যবসার কাজ শেষ করে বাড়ির সামনের বারান্দায় হিরো ও অ্যাপাচি দুটি মোটরসাইকেল রাখা ছিল। এ সময় একদল দুর্বৃত্ত মোটরসাইকেল দুটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে বাধা দেয় ইব্রাহিম ও তার ছেলে। এ সময় তাদের মারধর করে মোটরসাইকেল দুটি ছিনিয়ে নিয়ে যায় তারা। এর আগে বসতবাড়িতে ঢুকে ভাঙচুর করে নগদ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া গৃহপালিত দুটি ছাগল নিয়ে যায়।

পাশাপাশি পাঁচ প্রতিবেশির বাড়ি-ঘরে ঢুকে হামলা-ভাঙচুর করে তারা এবং তাদের গৃহপালিত পশু গরু ও ১৬টি ছাগল লুট করে নিয়ে যায়। বাদির অভিযোগ- বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরণের সহিংসতার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল আনাম জানান, ঘটনাটি তদন্ত চলছে। পাশাপাশি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যহত রয়েছে।

  • 170
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে