ট্রেনের ইঞ্জিনে ৪৯৪ বোতল ফেনসিডিল, চালক ও সহকারি চালক গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২০; সময়: ৯:৫০ অপরাহ্ণ |
ট্রেনের ইঞ্জিনে ৪৯৪ বোতল ফেনসিডিল, চালক ও সহকারি চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : তেলবাহী ট্রেনের ইঞ্জিনে ৪৯৪ বোতল ফেনসিডিল বহনের সময় বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাধীন জয়পুরহাটে ট্রেনের চালক ও সহকারি চালককে আটক করেছে র‌্যাব। তবে এসময় মাদক চক্রের তিন কারবারি পালিয়ে যায়। সোমবার বিকেলে র‌্যাব সান্তাহার রেলওয়ে থানায় আটককৃতদের হস্তান্তর করেন।

পুলিশ জানায়, পার্বতীপুর থেকে খুলনাগামী তেলবাহী ট্রেনের চালক ও সহকারি চালকের সহযোগীতায় ইঞ্জিনে বেশকিছু মাদক বহন করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে জয়পুরহাট স্টেশনে ট্রেনটি পৌঁছালে র‌্যাব সেখানে অভিযান চালায়। ট্রেনের ইঞ্জিনে ৩টি প্লাষ্টিকের বস্তায় কৌশলে রাখা ৪৯৪ বোতল ফেনসিডিলসহ ট্রেন চালক যশোর মনিরামপুরের জয়পুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাহিনুর ইসলাম (৩৮) ও সহকারি চালক দিনাজপুর পার্বতীপুরের পারহাউজ কলোনীর সিরাজুল ইসলামের ছেলে হয়দারুল ইসলামকে (৩৬) আটক করে। এসময় মাদক চক্রের তিন কারবারি দিনাজপুরের বিরামপুরের চরখাই কেডিসির আতিনুর রহমান (২৮) জয়পুরহাটের দেওয়ানপাড়ার গোলাম মোস্তফার ছেলে রকি (২৬) ও শান্তিনগর গ্রামের কাওছার চৌধুরীর ছেলে শাওন চৌধুরী (৩২) পালিয়ে যায়।

জয়পুরহাট র‌্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সোহরাব উদ্দীন জানান, মামলার প্রস্তুতি চলছে এবং বাঁকি আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে। সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

  • 163
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে