দুর্গাপুরে চালককে হত্যার চেষ্টা চালিয়ে অটো ছিনতাই অভিযোগে গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২১; সময়: ১০:৪২ অপরাহ্ণ |
দুর্গাপুরে চালককে হত্যার চেষ্টা চালিয়ে অটো ছিনতাই অভিযোগে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে এক অটোচালককে গলায় রশি পেঁচিয়ে মুখে বালি দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে ছিনতাইকারী চক্রের সদস্যরা। এ সময় তার ব্যাটারি চালিত অটোটি ছিনতাই করে নিয়ে গেছে তারা। পরে ওই রাস্তা দিয়ে যাওয়া এক পথচারী অটো চালক পারভেজ মোশারফকে (১৮) উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অটো চালক পারভেজ উপজেলার যুগিশো গ্রামের রহিদুল ইসলামের ছেলে। রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শ্যামপুর-নারায়ণপুর রাস্তায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী ও তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শণ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, অটো চালক পারভেজ রোববার বিকেল ৫টার দিকে উপজেলার হাটকানপাড়া বাজারে ভাড়ার জন্য ব্যাটারি চালিত অটো গাড়ি নিয়ে অবস্থান করছিল। এ সময় অপরিচিত দুই ব্যক্তি এসে পালশা বাজারে যাবে বলে তার অটোটি ভাড়া করে অটোতে উঠে বসে। পরে তাদের নিয়ে পারভেজ পালশা বাজারে আসেন।

ওখান থেকে তাদের কথা মত আবারও নওপাড়া বাজারে আসেন। এ সময় অপরিচিত ওই দুই ব্যক্তি নওপাড়া বাজারে চা খাওয়ার কথা বলে সময় ক্ষেপণ করেন। পরে সেখান থেকে সন্ধ্যা ৭টার দিকে শ্যামপুর-নারায়ণপুর সড়কে যাওয়ার সময় ফাঁকা রাস্তারনির্জণ জায়গায় অটোটি থামাতে বলেন। এ সময় একজন সড়কের পাশে পানবরজ থেকে রশি নিয়ে এসে চালক পারভেজের গলায় পেঁচিয়ে ফেলে আর অপরজন মুখে বালি দিতে থাকলে সে ঘটনাস্থলেই জ্ঞাণ হারিয়ে ফেলে। পরে ছিনতাইকারী চক্রের সদস্যরা তার অটোটি নিয়ে পালিয়ে যায়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। অটো চালক পারভেজকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমরা হাসপাতালে আহত পারভেজের সাথে কথা বলেছি। তার বর্ননা অনুযায়ী ছিনতাই হওয়া অটোটি উদ্ধারের চেষ্টা চলছে।
এ ছাড়াও এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান ওসি।

  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে