পবায় করোনার টিকাদান কার্যক্রম শুরু

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২১; সময়: ৪:১৬ অপরাহ্ণ |
পবায় করোনার টিকাদান কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুর করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বশরী, ডা. তানভীর আহমেদ, ডা. প্রমা আলম, ডা. বাসের, ডা. আনোয়ার হোসেন, ডা. রহিমা, ডা. মিজান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেজাউল করিম, মুক্তিযোদ্ধা এসএম কামরুজ্জামান, হুজুরীপাড়া ইউনিয়য়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, কর্ণহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলী তুহিন।

এ উপজেলায় প্রথম টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাবেয়া বশরী। এরপরেই গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারসহ ৪৭ জনকে এ টিকা দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাবেয়া বশরী জানান, উদ্বোধনী দিনে ৪৭ জনকে কোভিট ১৯ এর টিকা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রথম দফায় এ উপজেলায় করোনা ভ্যাকসিনের ২১ হাজার ৭৯০ ডোজ পাওয়া গেছে। যা দিয়ে ১০ হাজার ৮৯৫ জনকে টিকাদানের আওতায় আনা যাবে। প্রতিদিনই টিকা গ্রহণের সংখ্যা বাড়বে বলে আশাবদ ব্যক্ত করেন তিনি।

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে