চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ২৩, ২০২১; সময়: ১২:০৫ অপরাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। বাকি চার জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। এ সময়ে নতুন করে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ আকরাম।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চার জন জন। উপসর্গ নিয়ে মারা যাওয়া চার জনই সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৬ জনে দাঁড়াল। এর মধ্যে ১৭ জন জেলার বাইরের।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৩ নমুনা পরীক্ষা করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৬ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৭, আলমডাঙ্গায় ৩, দামুড়হুদায় ৫ এবং জীবননগরের ১ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে