রাজশাহীর সর্বচ্চ নিরাপত্তায় প্রেমতলী শ্রী পাট খেতুরী থামের পূণ্য মহোৎসব সম্পুন

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১; সময়: ১০:১৫ অপরাহ্ণ |
রাজশাহীর সর্বচ্চ নিরাপত্তায় প্রেমতলী শ্রী পাট খেতুরী থামের পূণ্য মহোৎসব সম্পুন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী প্রেমতলীস্থ শ্রী পাট খেতুরী ধামে অনুষ্ঠিত প্রেমভক্তি মহারাজ শ্রীল- ঠাকুর নরোত্তম দাস মহাশয়ের তিরোধান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পূণ্য মহোৎসব উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপুর্নভাবে শেষ হয়েছে।

উল্লেখ্য যে, এ পূণ্য মহোৎসব এর সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত নিশ্চিতকরণে গত ২৪/১০/২১ তারিখ উৎসবস্থল পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। এ সময় তিনি আয়োজনকারী কমিটির নেতৃবৃন্দসহ সাধারন জনগনের সাথে মতবিনিময় করেন ও নিরাপত্তা সংক্রান্তে নিয়োজিত পুলিশের অফিসার-ফোর্সদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার) সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বুধবার প্রেমভক্তি মহারাজ শ্রীল-ঠাকুর নরোত্তম দাশ মহাশয়ের তিরোভাব তিথি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী -তানোর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী মহোদয় ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সিনিয়র এএসপি ( গোদাগাড়ী সার্কেল) ও পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন । তথ্যমতে ১৬১১ খ্রী: হতে গোদাগাড়ী প্রেমতলীস্থ শ্রী পাট খেতুরী থামে প্রাচীন ঐতিহ্যময় এ পূণ্য মহোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।

সাধারনত তিন লক্ষাধিক সনাতন ধর্মের লোক এ পূণ্য মহোৎসবে অংশগ্রহণ করে থাকেন। তবে চলমান মহামারি করোনা পরিস্থিতিতে এবার পঞ্চাশ হাজার মত লোক এ পূণ্য মহোৎসবে অংশগ্রহণ করেছেন। সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপুর্ন পরিবেশে এ পূণ্য মহোৎসব নিশ্চিতকরনে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় ও পর্যাপ্ত সংখ্যক অফিসার – ফোর্স নিয়োজিত করা হয় ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে