আরইউজের সভাপতিসহ চার সাংবাদিকের উপরে হামলার ঘটনায় দুর্গাপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১; সময়: ৮:২৫ অপরাহ্ণ |
আরইউজের সভাপতিসহ চার সাংবাদিকের উপরে হামলার ঘটনায় দুর্গাপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক , দুর্গাপুর : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি সহ চার সাংবাদিকের উপরে হামলার ঘটনায় রোববার সন্ধ্যায় দুর্গাপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালিয়া থানার ওসির সামনেই এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটলেও পুলিশের উদাসীন ভূমিকায় প্রশ্ন উঠেছে সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিদের মাঝে।

দুর্গাপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম রসুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির, প্রেসক্লাবের সহ সভাপতি এসএম আমিনুল ইসলাম, সাংবাদিক সমাজের সহ সভাপতি এসএম শাহাজামাল প্রামানিক, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক জুবায়ের তুহিন, সদস্য মশিউর রহমান, এম শাহাবুদ্দিন মোল্লা সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় পুলিশের উপস্থিতিতে মূল ধারার সাংবাদিক নেতাদের উপর হামলার ঘটনায় বোয়লিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মনের অপসারণ ও অবিলম্বে হামলাকারিদের গ্রেফতারের দাবী জানানো হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে